গানে গানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ মার্চ ২০২১) : জন্মশতবর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বছর জুড়ে তৈরি হয়েছে অসংখ্য মৌলিক গান। এসব গানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে। তুলে ধরা হয় তার গুণ-কীর্তন। সেখান থেকে বাচাইকৃত ১০টি গানের বিস্তারিত নিয়ে এই আয়োজন।

তুমি বাংলার ধ্রুবতারা
মুজিব জন্মশতবর্ষের অফিসিয়াল থিম সং। কামাল চৌধুরীর কথায় সুর ও সংগীতায়োজন করেছেন নকীব খান। গানটির কিছু অংশ গেয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। এতে কণ্ঠ দিয়েছেন ২০ শিল্পী। তবে ভিডিওতে অংশ নিয়েছেন ১০০ শিল্পী। বাকি কণ্ঠশিল্পীরা হলেন-সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, মো. রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, খায়রুল আনাম শাকিল, সাজেদ আকবর, ফাহিম হোসেন চৌধুরী, ফরিদা পারভীন, মমতাজ বেগম, নকীব খান, কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, কণা, প্রিয়াঙ্কা গোপ, এলিটা করিম, সাব্বির জামান ও কোনাল।

মুক্তির মহানায়ক
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আরটিভির বিশেষ গান। এই গানের ভিডিওতেও অংশ নিয়েছেন শোবিজের বিভিন্ন অঙ্গনের ১০০জন শিল্পী। গেয়েছেন রিজিয়া পারভীন, আঁখি আলমগীর, ইবরার টিপু, মুহিন খান, কিশোর দাশ প্রমুখ। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেন ইবরার টিপু।

সালাম সালাম সালাম, জন্মশতবর্ষে সালাম
বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে বিটিভির থিম সং এটি। কণ্ঠ দিয়েছেন ১০ শিল্পী। তারা হলেন—বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, আঁখি আলমগীর, কণা, অনুপমা মুক্তি, সাব্বির জামান, পুলক অধিকারী, কোনাল, অপু আমান ও নদী। হারুন রশিদের কথায় সুর করেছেন শওকত আলী ইমন।

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ
গানটিতে কণ্ঠ দিয়েছেন ৬ জন শিল্পী। তারা হলেন রবি চৌধুরী, আঁখি আলমগীর, প্রতীক হাসান, ঝিলিক, স্বপ্নীল সজীব ও তামান্না প্রমি। এর ভিডিও তৈরি করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ভিডিওতে আনিসুল ইসলাম হিরুর নেতৃত্বে নেচেছেন একঝাঁক নৃত্যশিল্পী। রবিউল ইসলাম জীবনের কথায় সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ