বাংলাদেশের ম্যাচে দর্শক টেলর

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ মার্চ ২০২১) : অধিনায়ক কেন উইলিয়ামসন চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। সিরিজ শুরুর আগে এবার আরও এক দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর চোটের কারণে ছিটকে গেছেন দল থেকে।

তবে টেলরের এ ছিটকে যাওয়ার ব্যাপ্তি কেবলই এক ম্যাচ। বাম হ্যামস্ট্রিংয়ে চির ধরার কারণে প্রথম ওয়ানডের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাকে। তার বদলে দলে আনা হয়েছে অলরাউন্ডার মার্ক চ্যাপম্যানকে।

গত ১১ মার্চ প্লাঙ্কেট শিল্ডে তার দল সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে ওয়েলিংটন ফায়ারবার্ডসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়েই বিপত্তিটা বাঁধান টেলর। প্রথম ওয়ানডের দল থেকে ছিটকে গেলেও তিনি থাকবেন দলের সঙ্গেই। ডানেডিনে তাকে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখবেন দলের চিকিৎসকরা।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড অবশ্য শেষ দুই ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। বলেছেন, ‘সিরিজের ঠিক আগে রসের সঙ্গে যা হয়েছে তা হতাশাজনক। তবে এটা ছোট্ট একটা চিরই মাত্র। আমরা আশা করছি কিছুটা বিশ্রাম আর পুনর্বাসনের মধ্য দিয়ে গেলেই ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডের জন্য ফিট হয়ে যাবে সে।’

তবে টেলরের বদলে যাকে দলে আনা হচ্ছে, সে মার্ক চ্যাপম্যানকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করলেন কোচ স্টিড। বললেন, ‘শেষ কিছু দিনে টি-টোয়েন্টিতে যেভাবে পারফরম করেছে মার্ক, তার ওয়ানডেতে সুযোগ পাওয়াটা রোমাঞ্চকর ব্যাপার। যদি তাকে দলে নেওয়া হয়, তাহলে সে যে তার কাজটা করতে পারবে এ নিয়ে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।’

আগামী ২০ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশ। এরপর দ্বিতীয় ওয়ানডেটা হবে ২৩ মার্চ, ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে। এর দুই দিন পর ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডেটি। বিশ্বকাপ সুপার লিগে এটিই নিউজিল্যান্ডের প্রথম সিরিজ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ