মোদী বিরোধী বিক্ষোভ, হাটহাজারীতে সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম), এবিসিনিউজবিডি (২৬ মার্চ ২০২১) : চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের মোদী বিরোধী বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ মার্চ) বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তারা মারা যান। হাসপাতালটির পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানান। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছে বলে তিনি জানান।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. রবিউল উসলাম (২৬) ও মো. মিরাজুল ইসলাম (২৫)। আহত পাঁচ জন হলেন ইমাম উদ্দীন (২৫), বেলাল হোসেন (২২), সাইফুল ইসলাম (২৪), ইব্রাহিম খলিল (২৫) ও এমরান হোসেন (২৫)।
তিনি বলেন, ‘শুক্রবার দুপুরের ওই সংঘর্ষের ঘটনায় আহত ৯ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এর মধ্যে চার জন মারা গেছেন। হাসপাতালের সামনে এখন হেফাজতকর্মী ও পুলিশ সদস্যরা অবস্থান করছেন।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমণের প্রতিবাদে জুমার নামাজের পর হাটহাজারীতে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের নিষেধ করলে নেতাকর্মীরা থানায় গিয়ে ভাঙচুর চালান। পরে পুলিশ প্রতিরোধ করে।’