সুবর্ণজয়ন্তীর উৎসবে শামিল হলেন মোদি

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ মার্চ ২০২১) : মুক্তিযুদ্ধে বাঙালির পাশে ছিল ভারত। মুক্তিযুদ্ধে সব ধরনের সহযোগিতা করেছিল প্রতিবেশী ও পরীক্ষিত এই বন্ধু দেশটি। সেই দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (২৬ মার্চ) শামিল হয়েছেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ১০ দিনের অনুষ্ঠানমালার শেষ দিনে সম্মানিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন নরেন্দ্র মোদি রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে।

বিকাল সাড়ে ৪টায় মোদি জাতীয় প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠানস্থলে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা তাকে স্বাগত জানান।

এরপর ছায়ানটের শিল্পীদের কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথিরা মঞ্চে এলে পাঠ করা হয় ধর্মগ্রন্থ থেকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেবেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এর আগে দুই দিনের সফরে শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে ঢাকায় পৌঁছান নরেন্দ্র মোদি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ