ফিল্মফেয়ার পুরস্কার পেলেন জয়া আহসান

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ এপ্রিল ২০২১) : ২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান। গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের কলকাতার একটি তারকা হোটেলে আয়োজন করা হয় এই পুরস্কার অনুষ্ঠানের। করোনা মহামারির কারণে গত বছরের অনুষ্ঠানটি এ বছর আয়োজন করা হয়েছে।

মাত্র এক সন্ধ্যা আগে আয়োজকদের কাছ থেকে কলকাতা ভ্রমণের আমন্ত্রণ আসে জয়ার কাছে। নিজের অভিনীত দুটি ছবির জন্য মনোনয়নের খবর যখন জানতে পারলেন, ততক্ষণে তিনি যেন কিংকর্তব্যবিমূঢ়। অনুষ্ঠানে যোগ দেওয়া হবে কি না, এ নিয়ে ছিল দোদুল্যমানতা। কোভিড টেস্টসহ নানা আনুষ্ঠানিকতা পেরিয়ে তিনি যে সেখানে যাবেন, সেটা নিশ্চিত হয়েছিলেন বিমানে চড়ার পর। গত সন্ধ্যায় কলকাতা থেকে জয়া প্রথম আলোকে বলেন, ‘পুরস্কৃত হওয়ায় অনেক খুশি হয়েছি। কিন্তু আমার চেয়ে বেশি খুশি হয়েছেন আমার এখানকার বন্ধু ও চলচ্চিত্রের মানুষেরা।’

গত মঙ্গলবার জয়া বলেছিলেন, আয়োজকেরা বারবার তাগাদা দিচ্ছিলেন, তাঁকে থাকতেই হবে। তাড়াহুড়ো করে করোনার নেগেটিভ রিপোর্ট হাতে পেলেন। অনেক কষ্টে বুধবার সকালের ফ্লাইটে উড়াল দিলেন কলকাতায়। সন্ধ্যার কলকাতায় ঝলমলে আয়োজনে তারকাদের মিলনমেলায় গিয়ে হাজির হন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া। সমালোচকদের রায়ে ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনয়শিল্পী তিনি বিচারকদের নম্বরের দিক থেকে পেছনে ফেলেন ঈশা সাহা, রাইমা সেন, সোহিনী সরকার এবং শুভশ্রী গাঙ্গুলীর মতো অভিনয়শিল্পীদের।

বলিউডের ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠিত হয় চলতি সপ্তাহেই, তারপর হলো টালিউডে। কলকাতার বাংলা ভাষার ছবিকে উৎসাহ দিতেও এই আয়োজন। এর আগে ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান এ পুরস্কার পান ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য। তারও আগে অরিন্দম শীল নির্মিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্যও জয়া পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন। ২০১৪ সালে একই পরিচালকের ‘আবর্ত’ ছবির জন্যও পেয়েছিলেন মনোনয়ন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ