নৌকা মার্কায় ভোট চাইলেন জয়

Gazipur Joy জয় গাজীপুররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের পক্ষে প্রচারাভিযানে নেমে প্রথমবারের মতো নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।

এই প্রচারাভিযানের অংশ হিসাবে রোববার ময়মনসিংহ যাওয়ার পথে টঙ্গীর টেলিফোন শিলল্প সংস্থা কলোনি মাঠে এক পথসভায় তিনি বলেন, “আমরা যে অগ্রযাত্রা শুরু করেছি তা শেষ করতে আওয়ামী লীগেকে ভোট দিন।”

রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে গণভবন থেকে রওয়ানা হন তিনি। নেতাকর্মীরা ছাড়াও সাংবাদিকরা তার গড়িবহরে সঙ্গে আছেন।

দুই দিনের সফরে গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় পথসভা ও কর্মীসভা করবেন জয়। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ভোটের আগে তাদের চাঙ্গা করতেই জয়ের এই সফর।

জয়ের গাড়িবহর উত্তরা ৩ নম্বর সেক্টর পার হওয়ার সময় সড়কের দুই পাশে বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থককে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীপুত্রকে স্বাগত জানিয়ে শ্লোগান দিতে দেখা যায়।

এক পর্যায়ে জয় গাড়ি থামিয়ে ভেতর থেকেই হ্যান্ডমাইকে শুভেচ্ছার জবাব দেন।

তিনি বলেন, “আমরা দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়েছি। আপনারা মানুষকে আওয়ামী লীগের উন্নয়নের কথা জানান।”

উত্তরা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত হাজারো নেতা-কর্মীর শ্লেগানের মধ্যে দিয়ে এগিয়ে যায় জয়ের গাড়িবহর। এ সময় শ্লোগান শোনা যায়- ‘জয় ভাইয়ের আগমণ, শুভেচ্ছা স্বাগতম।

জয় টঙ্গীর টেলিফোন শিলল্প সংস্থা কলোনি মাঠে পৌঁছালে স্থানীয় সাংসদ জাহিদ হাসান রাসেল ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমতউল্লাহ খান তাকে স্বাগত জানিয়ে মঞ্চে নিয়ে যান।

সংক্ষিপ্ত বক্তৃতায় জয় বলেন, “আমরা সন্ত্রাস বন্ধ করেছি। আমাদের সময় দেশে বোমা হামলা মহয়নি। আপনারা শান্তিতে বসবাস করেছেন। বিএনপি এলে সন্ত্রাস জঙ্গিবাদ দুরর্নীতি আবার ফিরে আসবে। বিদ্যুতের অভাবে কারখানা বন্ধ হয়ে যাবে।”

এক পর্যায়ে মাঠে সমবেতদের উদ্দেশ করে প্রশ্ন রাখেন- “আপনারা আওয়ামী লীগকে সমর্থন দেবেন?”

সেখানে উপস্থিত কয়েক হাজার মানুষ এ সময় দুই হাত তুলে সম্মতি জানান।

গত পাঁচ বছরে বিভিন্ন খাতে সরকারের অগ্রগতির চিত্র তুলে ধরে জয় বলেন, “ভিশন ২০২১ এর অর্ধেক  পথ পেরিয়েছি। একাত্তরের যে অসমাপ্ত বিপ্লব তা আমরা শেষ করতে চাই।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরেই তার ছেলে জনতার উদ্দেশে বলেন, “আপনারা ওয়াদা করেন- নৌকায় ভোট দেবেন।”

বর্তমান সরকার পোশাক শ্রমিকদের বেতন বাড়িয়েছে উল্লেখ করে জয় বলেন, আগামী তা আরো বাড়ানো হবে।

“আগামীতে আমরা ক্ষমতায় এলে এখানে ইলেকট্রনিক যন্ত্রোংশের কারখানা তৈরি করব।  তখন আপনাদের বেতন আরো বেড়ে যাবে। ”

উপস্থিত নেতা-কর্মী-সমর্থকরা হাততালি দিয়ে জয়ের এ বক্তব্যকে স্বাগত জানান।

টেশিশ মাঠের জনসভা শেষ করে বেলা ১১টা ২০ মিনিটে আবার ময়মনসিংহের পথে রওনা হয় জয়ের গাড়িবহর।

ময়মনসিংহের পথে টঙ্গীর সফিউদ্দীন সরকার একাডেমী মাঠ ও গাজীপুর চান্দনা উচ্চবিদ্যালয় মাঠে বক্তব্য দেয়ার কথা রয়েছে জয়ের।

ময়মনসিংহে পৌঁছে বিকাল সাড়ে ৩টায় মুক্তগাছা পৌর শহরে আর কে উচ্চবিদ্যালয়ের মাঠে এক পথসভা এবং বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জিমনেসিয়ামে কর্মীসভায় অংশ নেবেন।

ময়মনসিংহ সার্কিট হাউজে রাত কাটিয়ে সোমবার সকাল ৯টায় টাঙ্গাইলের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে জয়ের। সেখানে মধুপুর রানী ভবানী স্কুল মাঠে এক জনসভা এবং টাঙ্গাইল ভাসানী হলে এক সভায় তার অংশ নেয়ার কথা রয়েছে।

এরপর সোমবার বিকালে মির্জাপুর আবদুল গণি স্কুল মাঠ ও চন্দ্রায় দুটি পথসভায় অংশ নেয়ার কথা রয়েছে জয়ের।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ