অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ

আনোয়ার আজমী, জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ এপ্রিল ২০২১) : সরকারের ঘোষিত লকডাউনের কারণে ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ করা হয় সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। লকডাউনের মেয়াদ বাড়ানোয় এই নিষেধাজ্ঞার মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

গতকাল (১৯ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তবে এ সময়ে কার্গো প্লেন, বিশেষ বা চার্টার্ড ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে। প্রবাসী কর্মীদের কর্মস্থলে পাঠাতে বিশেষ ফ্লাইটও চলবে।

বেবিচক সূত্র জানায়, ২১ এপ্রিল থেকে পরবর্তী ৭দিন কোনো শিডিউল ফ্লাইট চলাচল করবে না। তবে প্রবাসী কর্মীদের কাজে ফেরাতে ১৭ এপ্রিল থেকে পাঁচ দেশে শুরু হওয়া বিশেষ ফ্লাইট চলবে। পাঁচটি দেশ হচ্ছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার এবং ওমান। শুধু প্রবাসী কর্মীরা এসব ফ্লাইটে যেতে পারবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ