বাংলাদেশের আইডি বন্ধে ফেসবুক’র অপারগতা
ঢাকা: বাংলাদেশের ফেসবুক আইডি বন্ধ করা নিয়ে অপারগতা প্রকাশ করছে অনলাইন সামাজিক নেটওয়ার্কের সবচেয়ে বড় প্লাটফর্ম ফেসবুক। সম্প্রতি ফেসবুক আইডি বন্ধ নিয়ে টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি’ দফায় দফায় আবেদনের পরিপ্রেক্ষিতে এক চিঠিতে এই ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।
গত রোববার বিটিআরসি’র বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিমের (বিডি-সিএসআইআরটি) কাছে এই চিঠিটি পাঠানো হয়।
চিঠিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিটিআরসি’র অনুরোধে আর কোনো আইডি বন্ধ করা সম্ভব নাও হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের প্রচলিত কোনো আইন এবং বিধি-বিধানের বলে বিটিআরসি একের পর এক ফেসবুক কর্তৃপক্ষের কাছে হাজার হাজার ফেসবুক আইডি বন্ধের অনুরোধ করছে ওই চিঠির মাধ্যমে তাও জানাতে চাওয়া হয়েছে। এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা না দিলে পরবর্তী সময়ে বিটিআরসি’র অনুরোধ তারা নাও রাখতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
চিঠি বিষয়ে বিডি-সিএসআইআরটি’র আহ্বায়ক এবং বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ জানান, ফেসবুক কর্তৃপক্ষ তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। কিন্তু এতে ফেসবুকের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হবে না বলেও দাবি করেন তিনি।