ছাত্রলীগ নেতাদের নিয়োগ মানবিক : উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, এবিসিনিউজবিডি, (৮ মে ২০২১) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান তাঁর মেয়াদের শেষ কর্মদিবসে যে জনবল নিয়োগ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়কে সেটিকে অবৈধ ও বিধিবহির্ভূত বলেছে।
কিন্তু তদন্ত কমিটির কাছে বক্তব্যের পর বিদায়ী উপাচার্য দাবি করেছেন, তিনি যে নিয়োগ দিয়েছেন সেটি যৌক্তিক এবং তাদের চাকরি না টেকার কোনো কারণ নেই। আর ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়োগ দেওয়ার বিষয়ে বলেছেন ‘আমি এই নিয়োগ মানবিক কারণে দিয়েছি।’
আজ ৮ মে (শনিবার) বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরেজমিনে গেছে। কমিটির কাছে দেওয়া বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আবদুস সোবহান।
আগে থেকেই অনিয়মের কারণে অভিযুক্ত অধ্যাপক এম আবদুস সোবহান ৬ মে তার মেয়াদের শেষ দিনে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৪১ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে অনিয়মের নজির সৃষ্টি করে পুলিশি পাহারায় উপাচার্যের বাসভবন ছাড়েন। এই ঘটনায় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
ঘটনার দিনেই শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মুহম্মদ আলমগীরকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি তদন্তকাজে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান।
বেলা ৩টায় অধ্যাপক এম আবদুস সোবহান উপাচার্য দপ্তরে আসেন। সেখানে আগে থেকেই ছিলেন তদন্ত কমিটির সদস্যরা। বিকেল পৌনে চারটায় বিদায়ী উপাচার্য কমিটির কাছে বক্তব্য দিয়ে বেরিয়ে আসেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।