জামিন অধিকার, দয়া-মায়ার বিষয় নয় : ড. কামাল
রফিক রাফি, জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ মে ২০২১) : জামিন অধিকার, দয়া-মায়ার বিষয় নয় বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ছাত্রদের জামিন দেয়া উচিত। জামিন অধিকারের বিষয়, কোনো দয়া-মায়ার বিষয় নয়।
ছাত্র সমাজ সময় উপযোগী বিষয়গুলো নিয়ে জনমত গঠন করে, আন্দোলন করে। এগুলোকে আমরা সব সময় উৎসাহিত করেছি। তাদের অবশ্যই জামিন দেয়া উচিত।
আজ ৮ মে (শনিবার) দুপুরে ‘প্রধান বিচারপতির কাছে চিঠি এবং গ্রেফতার হওয়া ছাত্রদের ঈদের আগেই জামিনে মুক্তির দাবিতে নাগরিক সংবাদ সম্মেলন’-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
গত কয়েক মাসে ডিজিটাল সিকিউরিটি আইনসহ বিভিন্ন মামলায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯ জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঈদের আগে মুক্তি দিতে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে নাগরিক সমাজ।