আবার বাংলাদেশ জাতীয় দলে ফিনল্যান্ডপ্রবাসী তারিক
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ মে ২০২১) : আগামী মাসের বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। দলে আবারও ডাক পেয়েছেন ফিনল্যান্ডপ্রবাসী বসুন্ধরার ডিফেন্ডার তারিক রায়হান, তপু বর্মণ ও উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। এ ছাড়া অনেক দিন বাদে দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার রেজাউল করিম রেজা। চলতি মৌসুমে শেখ জামাল ধানমন্ডির হয়ে দুর্দান্ত খেলার স্বীকৃতি পেলেন রেজাউল।
গত বছর ঢাকায় নেপালের বিপক্ষে মুজিব বর্ষ সিরিজে জাতীয় দলে ডাক পেলেও সেবার চোটের কারণে খেলা হয় নি তারিক রায়হানের। মাঝে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ও নেপালে অনুষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টে ডাক পাননি। এবার আবার ডাক পেলেন তারিক।
তবে চলতি লিগে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৬ গোল করা তৌহিদুল আলমকে ডাকা হয়নি। এ ছাড়া সর্বশেষ নেপালে তিন জাতি টুর্নামেন্টের দল থেকে বাদ পড়েছেন সেন্টারব্যাক টুটুল হোসেন। বর্তমানে চোট রয়েছে আবাহনী লিমিটেডের এই ডিফেন্ডারের।