মোহামেডানের হয়ে রেজিস্ট্রেশন সাকিবের

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ মে ২০২১) : অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলার কথা ছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৬ষ্ঠ আসরের বাকি অংশে। কিন্তু পিএসএলকে ‘না’ করে দিয়েছেন এই তারকা। সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের হয়ে খেলবেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ৩১ মে শুরু হওয়ার কথা রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের।

প্রিমিয়ার লিগে খেলার উদ্দেশ্যে মঙ্গলবার (১১ মে) ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের হয়ে রেজিস্ট্রেশন ফর্মে সাক্ষর করেছেন সাকিব আল হাসান। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) এর সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন এ তথ্য। এরই মধ্যে সাকিবের সাক্ষর করা ফর্ম পাঠিয়ে দেয়া হয়েছে বিসিবিতে।

ক্রীড়া মোদীরা আগেই জেনেছেন, এবারের ঢাকা প্রিমিয়ার লিগেই খেলবেন সাকিব আল হাসান এবং সেটা মোহামেডানের হয়ে। অবশেষে সেটাই সত্যি হলো। মোহামেডানের হয়ে খেলোয়াড় রেজিস্ট্রেশন ফর্মে সাকিব স্বাক্ষর করার পর।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশের জন্য পূনরায় ড্রাফটের আয়োজন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে বাংলাদেশের তিন ক্রিকেটারকে নিয়েছে পিএসএল ফ্রাঞ্চাইজিগুলো। সাকিব আল হাসান ছাড়াও বাকি দু’জন হলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং লিটন দাস।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ