ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ জুন ২০২১) : ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি (৬০)। আজ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তাঁর নাম ঘোষণা করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে রাইসি ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট দুই কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৪টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসিন রেজাই পেয়েছেন ৩৪ লাখ, ১২ হাজার ৭১২ ভোট। এ ছাড়া তৃতীয় অবস্থানে থাকা আবদুল নাসের হেমাতি ২৪ লাখ ২৭ হাজার ২০১ ভোট এবং চতুর্থ স্থানে থাকা আমির হাসেমি পেয়েছেন ৯ লাখ ৯৯ হাজার ৭১৮ ভোট।

ইরানে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর এবারই প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়ার আশঙ্কা করা হচ্ছিল। এই আশঙ্কা সত্যি হয়েছে। এবার মাত্র ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া এবারের নির্বাচনে ৩৭ লাখেরও বেশি ভোট বাতিল হয়েছে। এর আগে কোনো নির্বাচনে এত বেশি ভোট বাতিলের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ