শাকিবের ছবি দিয়ে খুলছে প্রেক্ষাগৃহ
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ জুন ২০২১) : সরকারি ঘোষণায় করোনার শুরুতে বন্ধ হয় মধুমিতাসহ দেশের সব প্রেক্ষাগৃহ। কয়েক মাস পর সরকার প্রেক্ষাগৃহে খুলে দেওয়ার ঘোষণার পর বেশির ভাগ প্রেক্ষাগৃহ চালু হলেও মধুমিতা চালু করেনি কর্তৃপক্ষ। তারা বলে আসছিল, প্রেক্ষাগৃহ খোলার মতো সিনেমা যখনই পাবে, তখনই খুলবে তারা।
গতকাল শনিবার (১৯ জুন) দুপুরে মধুমিতা প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ জানালেন, ২৫ জুন খুলে দিচ্ছেন প্রেক্ষাগৃহ। শাকিব খান অভিনীত সিনেমা মুক্তির কারণে প্রেক্ষাগৃহটি খুলছেন তারা।
‘নবাব এলএলবি’ ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। প্রেক্ষাগৃহে মুক্তির আগে ছবিটি গেল বছরের শেষ দিকে ওটিটিতে মুক্তি দেওয়া হয়।
তখন শাকিব ভক্তদের চাওয়া ছিল, ছবিটি যেন প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়া হয়। দেরিতে হলেও প্রযোজক-পরিচালক ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। ছবির পরিচালক অনন্য মামুন জানালেন, এই ছবির মাধ্যমে শুধু মধুমিতা নয়, আরও অনেকগুলো বন্ধ প্রেক্ষাগৃহ খুলছে।
এদিকে মধুমিতা প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা পরিচালক জানান, ‘বৃহস্পতিবার সিনেমা হলে গিয়েছিলাম। সেদিনই সিদ্ধান্ত নিলাম, শাকিব খানের “নবাব এলএলবি” সিনেমা দিয়ে হল খুলব। কেন ১৪ মাস পর খুলছি। কারণ, শাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে। আমরা ভাবলাম, তাঁর ছবির প্রতি সবারই যেহেতু আগ্রহ বেশি, একটা ভালো সিনেমা দিয়েই শুরুটা হোক। তা ছাড়া সামনের ঈদেও শাকিব খানের সিনেমা মুক্তির খবর শুনছি। বাংলাদেশে এখনো তাঁর সিনেমার ব্যবসায়িক সাফল্য নিশ্চিত। তাই ভাবলাম, চালু করি। তবে ভালো সিনেমা না পেলে প্রেক্ষাগৃহ আবার বন্ধ করে দিতেও পারি।’