লকডাউনে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করায় জরিমানা
জেলা প্রতিবেদক (সুনামগঞ্জ), এবিসিনিউজবিডি (৩ জুলাই ২০২১) : সারা দেশে চলমান কঠোর লকডাউন তোয়াক্কা না করেই কমিউনিটি সেন্টারে চলছিল বিয়ের আয়োজন। তবে শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ে আর হয়নি। কমিউনিটি সেন্টারের মালিককে গুনতে হয়েছে ৫০ হাজার টাকা জরিমানা। এদিকে বর ও কনের পরিবার ছাড়া পেয়েছে মুচলেকা দিয়ে।
আজ (শুক্রবার) সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জহুরা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। দুপুরে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন এবং মুচলেকা নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চলমান লকডাউনে কমিউনিটি সেন্টারে লোকসমাগম করে বিয়ের আয়োজনে সরকারি বিধিনিষেধ আছে। কিন্তু এই বিধিনিষেধ অমান্য করে ওই কমিউনিটি সেন্টারে আজ দুপুরে একটি বিয়ের আয়োজন করা হয়।
খবর পেয়ে বেলা দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত ওই কমিউনিটি সেন্টারে হাজির হন। এ সময় কমিউনিটি সেন্টারের মালিক আবদুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সময় আদালত মুচলেকা নিয়ে বর ও কনের পরিবারকে ছেড়ে দেন। ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম পরিচালনার সময় সেখানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।