লক্ষ্য ৫০তম জয়, হোয়াইটওয়াশ আর ৩০ পয়েন্ট

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ জুলাই ২০২১) : ওয়ানডেতে জিম্বাবুয়ে মানেই বাংলাদেশের প্রাপ্তির খাতায় আরেকটি পাতা যুক্ত হওয়া। এই দলটির বিপক্ষেই সবচেয়ে বেশি সিরিজ ও ম্যাচ জয়। হোয়াইটওয়াশও এই দলকেই বেশিবার করেছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করে মঙ্গলবার (২০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ানদের মুখোমুখি হবে তারা। সামনে তিনটি অর্জনের হাতছানি- জিম্বাবুয়ের বিপক্ষে ৫০তম জয়, ষষ্ঠ হোয়াইটওয়াশ ও বিশ্বকাপ সুপার লিগের পূর্ণ ৩০ পয়েন্ট!

বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচটি শুরু হবে। ১৫৫ রান ও ৩ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে ফেললেও এই ম্যাচ কোনও নিয়মরক্ষার নয়। গত মেতে শ্রীলঙ্কার কাছে শেষ ম্যাচ হেরে ১০ পয়েন্ট খোয়ানোর স্মৃতি এখনও মুছে যায়নি। এবার তাই জিম্বাবুয়েকে শেষ ম্যাচে হালকাভাবে নেওয়ার কোনও চিন্তা নেই তামিম ইকবালদের মনে।

দ্বিতীয় ম্যাচ জয়ের পার্শ্বনায়ক মোহাম্মদ সাইফউদ্দিন বলে দিলেন দলের মানসিকতার কথা, ‘জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, যেহেতু ঘরের মাঠে সব দলই দুর্দান্ত। এজন্য বেশি মনোযোগ রেখে খেলছি, শতভাগ দিয়ে চেষ্টা করছি। প্রত্যেক সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। প্রক্রিয়া ঠিক থাকলে ৩-০ ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।’

এই ম্যাচ জিতলে সিরিজ থেকে পাওয়া ৩০ পয়েন্টে সুপার লিগের টেবিলের শীর্ষ দল ইংল্যান্ডের (৯৫) সঙ্গে ব্যবধান কমে দাঁড়াবে ১৫ পয়েন্টে। ৭০ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে শীর্ষে উঠেছিল তারা। কিন্তু পেছনে পড়ে গেছে ইংল্যান্ডের। শ্রীলঙ্কার মতো জিম্বাবুয়ের কাছেও যেন ১০ পয়েন্ট না হারায়, তাই সতর্ক বাংলাদেশ।

গত রোববার (১৮ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৮তম জয় পেয়েছে বাংলাদেশ। এই দলটির বিপক্ষে যা ছিল ৭৭ ম্যাচে তাদের ৪৯তম জয়। এবার আফ্রিকান দলটির বিপক্ষে অনন্য জয়ের মাইলফলক স্পর্শ করার সুযোগ। সাকিব আল হাসান হয়তো এমন ম্যাচে আবারও নায়ক হতে অবদান রাখবেন ব্যাটে-বলে। প্রথম ওয়ানডেতে বল হাতে পাঁচ উইকেট, দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৯৬ রান। এবার অলরাউন্ড নৈপুণ্য দেখার প্রত্যাশা তার কাছে করা যেতেই পারে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ