রাজশাহীতে বিএনপির সমাবেশস্থলে সংঘর্ষ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ রাজশাহী নগরীর মাদ্রাসা ময়দানে বিএনপির সমাবেশস্থলে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার বিকালে এ মাঠে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাষণ দেয়ার কথা রয়েছে।
সমাবেশে আসা নওগাঁর দুই নেতা সালেক চৌধুরী ও মাসুদ রানার অনুসারীদের মধ্যে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন মাসুদ রানার অনুসারী মজিবর রহমান, আবসার আলী, সালাউদ্দিন, সাখাওয়াত। তাদের স্থনীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মজিবর এবিসি নিউজ বিডিকে জানান, সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে তাদের এলাকার পাঁচ শতাধিক নেতাকর্মী রানার ছবি ছাপানো সবুজ রঙের পোশাক পরে সমাবেশস্থলে প্রবেশ করেন।
এর পরপরই মাঠে আসে সালেক সমর্থক হাজার খানেক নেতাকর্মী। রানার ছবি দেয়া পোশাক দেখে তারা মজিবরদের ওপর হামলা চালায় এবং তাদের পিটিয়ে বের করে দেয়।
ওই সময় রাজশাহীর কেন্দ্রী কোনো নেতা উপস্থিত না থাকলেও বিভিন্ন জেলা থেকে আসা নেতারা ছিলেন।
মজিবর আরো জানান, এলাকায় আগে থেকেই তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সালেক সমর্থকদের বিরোধ চলে আসছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এই বিভাগীয় সমাবেশকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সমাবেশে নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাগঞ্জ জেলা থেকে কয়েকলাখ লোক সমাগম হবে বলে আয়োজকরা জানিয়েছেন।