মা-ছেলেকে অপহরণ, সিআইডির দুই সদস্য বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা : (২৮ আগস্ট ২০২১) : দিনাজপুরের চিরিরবন্দর থেকে মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) বেলা ২টায় রংপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্তকৃতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক।
আতাউর রহমান বলেন, তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো লিখিত আদেশ এখন পর্যন্ত পাইনি।
এর আগে ২৪ আগস্ট (মঙ্গলবার) বিকেলে দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট থেকে সিআইডির রংপুর কার্যালয়ের এএসপি সারোয়ার কবিরসহ তাদের আটক করা হয়েছে। পরদিন তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৬ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে দিনাজপুর আমলী আদালত-৪ এর বিচারক শিশির কুমার বসুর আদালতে জামিন চাইলে বিচারক আবেদন নামঞ্জুর করেন।