ছাত্রলীগ দুঃখ প্রকাশ করল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সিলেটে সিপিবি ও বাসদের জনসভায় হামলার জন্য দুঃখ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ।
তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, ‘প্রো বিএনপি’ কিছু বাম নেতা ‘অকথ্য ভাষায় অরাজনৈতিক’ বক্তব্য দেয়ায় রোববার সিলেটের কোর্ট পয়েন্টে ওই হামলার ঘটনা ঘটেছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বলেন, “সিপিবি-বাসদের সঙ্গে ছাত্রলীগের অনাকাঙিক্ষত ঘটনার জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জনসভায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওই হামলার ঘটনায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ছয় জন আহত হন।
ঘটনার পর রাতেই ছাত্রলীগের সিলেট জেলা কমিটি বিলুপ্ত করা হয়। এ ঘটনায় ছাত্রলীগের ৬৮ নেতাকর্মীকে আসামি করে একটি মামলাও হয়েছে।
ছাত্রলীগ সভাপতি সংবাদ সম্মেলনে বলেন, “বাম, প্রগতিশীল আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে আমাদের দীর্ঘ দিনের একটি রাজনৈতিক সম্প্রীতি রয়েছে। মৌলবাদবিরোধী, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের যুগপৎ আন্দোলনেরও অভিজ্ঞতা রয়েছে।”
হামলার ঘটনাকে অনাকাঙিক্ষত আখ্যায়িত করে সোহাগ বলেন, “এতে আমরা বিস্মিত হয়েছি।”
তবে হামলার জন্য সিপিবি-বাসদের নেতাকর্মীদেরও দায় আছে বলে মন্তব্য করেন তিনি।
বদিউজ্জামান সোহাগ বলেন, “সমাবেশ থেকে কতিপয় অতি উৎসাহী প্রো বিএনপি, অতি বাম চেতনার কিছু নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে অকথ্য, অরাজনৈতিক ভাষায় বক্তব্য রাখছিল। তদ্রুপ ছাত্রলীগের কতিপয় অতি উৎসাহী কর্মীও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে, যা পরে সংঘর্ষে রূপ নেয়।”
সেখানে উভয়পক্ষের মধ্যেই পরস্পরের ওপর হামলার ঘটনা ঘটে বলেও দাবি করেন ছাত্রলীগ সভাপতি।
এ ঘটনার পিছনে গভীর কোনো ষড়ডন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।