আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফাটল
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ সেপ্টেম্বর ২০২১) : মহাকাশে অবস্থিত গুরুত্বপূর্ণ গবেষণাগার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস বড় ধরনের অঘটনের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার মহাকাশ বিশেষজ্ঞ ভ্লাদিমির সলোভিমোভ। মহাকাশ স্টেশনটিতে একটি ফাটল তৈরি হয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে বড় হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এছাড়া মহাকাশ স্টেশনটির রুশ অংশের ইন-ফ্লাইট ব্যবস্থার অন্তত ৮০ শতাংশই মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে বলেও জানান তিনি।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে ভ্লাদিমির সলোভিমোভ বলেন, ‘মহাকাশ স্টেশনে রাশিয়ার অংশে ফাটল দেখা দিয়েছে। এটি খারাপ। ফাটল স্পষ্টতই দেখা যাচ্ছে আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এটি বাড়তে পারে। তার ওপর মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ও যন্ত্রপাতির ব্যবহারও অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে।’