কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে নারীদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ সেপ্টেম্বর ২০২১) : কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে আফগান নারী অধিকারকর্মীরা গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিক্ষোভ করেছেন। তারা নারীদের শিক্ষাসহ নানা অর্জন রক্ষার জন্য তালেবানের প্রতি দাবি জানান।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (৩ সেপ্টেম্বর) কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে নারীরা বিক্ষোভ করেন।
তালেবানের শাসনে তাদের অবস্থা কী হবে, তা নিয়ে নারীরা উদ্বেগ জানিয়ে আসছিলেন। এর মধ্যে জাতিসংঘ তালেবানের হাতে নারী নিপীড়নের খবর সামনে এনেছে। নারীদের চলাফেরায় বিধিনিষেধের বিষয়টি উল্লেখ করেছে তারা।
এর আগে তালেবান যখন ক্ষমতায় ছিল, সেই সময় নারীদের বোরকা পরা বাধ্যতামূলক করা হয়েছিল। ১০ বছর ও তার বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছিল তারা।
এবার তালেবান বলেছে, শরিয়াহ অনুযায়ী দেশ শাসন করবে তারা। তবে বাস্তবে কেমন হবে, তা স্পষ্ট করা হয়নি। গত মাসে কাবুল দখলের পর তালেবানের পক্ষ থেকে নারীদের ঘরে থাকতে বলা হয়। এর পক্ষে যুক্তি হিসেবে তারা বলেছিল, নবীন তালেবান সদস্যদের এখনো নারীদের সঙ্গে আচরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়নি। তাই নিজেদের নিরাপত্তার জন্যই নারীদের ঘরে থাকা ভালো।