চিকিৎসার জন্য দিল্লি নেওয়া হলো তোফায়েল আহমেদকে

আনোয়ার আজমী, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ সেপ্টেম্বর ২০২১) : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লি নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বের) বেলা ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়।

তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের রাইজিংবিডিকে জানান, গত সোমবার (৩০ আগস্ট) শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে তখন তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি স্ট্রোক করেছিলেন। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৩ সেপ্টেম্বের) তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে।

দিল্লির ওই হাসপাতালে এর আগে তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল জানিয়ে আবুল খায়ের বলেন, তোফায়েল আহমেদের কার্ডিওলজি ও নিউরোলজির সমস্যা আছে।

তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ