মুক্তাঙ্গনের গাড়ি ব্যসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে, প্রধানমন্ত্রীর কাছে পুনর্বাসন দাবী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ সেপ্টেম্বর) : ঢাকা জেলা প্রশাসনের পতিত সম্পত্তি রাজধানীর ‘মুক্তাঙ্গন’ থেকে উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছেন রেন্ট এ কারের ব্যবসয়ীরা। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে এখানে গাড়ির ব্যবসা করে আসা এই ব্যবসায়ীরা তাদের অন্যত্র পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।

গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ঢাকা কার-মাইক্রোবাস সাধারণ মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতৃবৃন্দ। গত ২ সেপ্টেম্বর এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে চিঠি দেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুস সাত্তার ভুঁইয়া। তিনি অভিযোগ করেন, জেলা প্রশাসনের পতিত জমি অবৈধভাবে দক্ষিণ সিটি করপোরেশন কতিপয় ক্ষমতাধর ব্যক্তি আইনের তোয়াক্কা না করে লোহার মোটা টিন ঝালাই করে ঘেরা করে দখল করেছে। এসময় ভেতরে থাকা দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে শৃঙ্খলার সাথে ব্যবসা করে আসা ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। শুধু তাই নয়, তার দখলের সময় ভেতরে গড়ে ওঠা জামে মসজিদটিও বুলডেজার দিয়ে গুড়িয়ে দেয়া। ব্যবসায়ীরা

এই উচ্ছেদে অন্তত ৫ শতাধিক পরিবার অসহায়-মানবেতর জীবন-যাপন করছে। তারা তাদের রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকারের কাছে আকুল আবেদন জানান।

সংবাদ সম্মেলনে আব্দুস সাত্তার ভুঁইয়া ছাড়াও জাহিদ হাসান রতন, জামাল উদ্দিন, আলী হোসেন, আব্দুর রাজ্জাক ও জামিল উদ্দিন মাসুম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ