ডিপিডিসি সিবিএ নেতৃবৃন্দের শ্রম ভবন ঘেরাওয়ে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ, মঙ্গলবার বিকেল ৩টায় বৈঠক সচিবালয়ে
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ সেপ্টেম্বর ২০২১) : ডিপিডিসি শ্রমিক প্রতিনিধি নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে শ্রম মন্ত্রণালয়ের পরিচালক আমিনুল হকের টালবাহানার প্রতিবাদে ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) শ্রম ভবন ঘেরাও পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে এ কর্মসূচী শুরু হয়ে তা চলে বিকেল ৪টা পর্যন্ত। এসময় শ্রম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এসে আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দের সাথে দীর্ঘ চার ঘন্টার বৈঠক করেন। প্রতিমন্ত্রীর আহবানে ঘেরাও কর্মসূচী প্রত্যাহার করে নেওয়া হয়। প্রতিমন্ত্রী আজ (মঙ্গলবার) বিকেল ৩টায় সচিবালয়ে তার মন্ত্রণালয়ে সব পক্ষকের উপস্থিতিতে যৌথ বৈঠকে আহবান করেছেন। এ বৈঠকেই ডিপিডিসি যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্ধারনী নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।
জানা গেছে, শ্রম মন্ত্রণালয়ের পরিচালক (রেজিষ্টার অব ট্রেডইউনিয়ন্স) মোহাম্মদ আমিনুল হক ডিপিডিসি যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্ধারনী নির্বাচনের জন্য গত ৭ এপ্রিল তারিখ নির্ধারণ করেন। তবে পরবর্তিতে করোনা মহামারি ও লকডাউনের কারণে নির্বাচন স্থগিত করেন। এর পর আমিনুল হক আবার ৬ সেপ্টেম্বর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করেন। তবে এই তারিখও তিনি পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করেন ২০ সেপ্টেম্বর। তাও তিনি ঠিক রাখতে পারেননি। এই তারিখ সামনে রেখে শ্রমিক নেতৃবৃন্দ যখন নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছিলেন, ঠিক সেই সময় আবারো নির্বাচনের তারিখ পরিবর্তন করেন আমিনুল হক। এবার পরে নয়, তারিথ এগিয়ে আনেন। অর্থাৎ ২০ সেপ্টেম্বর পরিবর্তন করে ৯ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। আর এতেই বাধে যত বিপত্তি।