রয়টার্সের বিশেষ কোর্স সম্পন্ন করলেন মোহাম্মদ সাইফুর রহমান
নিউজ ডেক্স, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ
১৮৫১ সালে প্রতিষ্ঠিত রয়টার্স লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। সম্প্রতি অনলাইনের মাধ্যমে ডিজিটাল জার্নালিজম এর উপরে একটি বিশেষ কোর্স অফার করেছিল। সেখানে মোহাম্মদ সাইফুর রহমান অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ভাবে সম্পন্ন করেন।
ডিজিটাল রিপোর্টিং ও সম্পাদনা বিষয়ে ভালোভাবে বোঝার জন্য অনলাইনে একটি প্রশিক্ষণ কোর্স চালু করেছে ফেসবুক জার্নালিজম প্রজেক্ট ও রয়টার্স।
https://reutersdigitaljournalism.com/course_completed_certificate/71465.html?l=enযে কোর্সটি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জানিয়েছিল, বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ৯টি দেশের সাংবাদিকদের জন্য চালু করা হয়েছে এই প্রোগ্রাম। ‘রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স’টি চারটি মডিউলের মাধ্যমে নতুন ও অভিজ্ঞ সাংবাদিকদের ডিজিটাল নিউজ রিপোর্টিংয়ের মৌলিক বিষয়গুলো হাতে–কলমে শেখাবে। মডিউলগুলো হচ্ছে ডিজিটাল সংবাদ সংগ্রহ, যাচাইকরণ এবং রিপোর্টিং, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকরভাবে প্রকাশ করা এবং সুস্থতা ও সহনশীলতা।
ফেসবুক এশিয়া পেসিফিকের নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর বলেন, ডিজিটাল নিউজের পরিসর বদলাচ্ছে। এশিয়া-প্যাসিফিকের সাংবাদিকেরা যেন ডিজিটাল নিউজে দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারেন এবং জনসাধারণকে জানাতে পারেন, সে জন্য ফেসবুক ও রয়টার্স সহযোগিতা করবে।
রয়টার্সের এক্সিকিউটিভ এডিটর জিনা চুয়া বলেন, সংবাদমাধ্যমগুলোর ডিজিটাল যুগে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ও কার্যকরভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহারে সক্ষম হওয়া জরুরি। সবার কথা ভেবেই কোর্সটি সাজানো হয়েছে।
এই কোর্সটি মোহাম্মদ অত্যন্ত অল্প সময়ে সম্পন্ন করা নিয়ে জানান, যেহেতু আমি নিউ মিডিয়া বা ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতার অভিজ্ঞতা আছে। সেকারনেই অনেক বিষয়ে বুঝতে সহজ হয়েছে এবং অনেক বিষয় ধারণা করা জ্ঞান নিয়ে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব থাকলেও রয়টার্সের এই কোর্সটি আমাকে যথেষ্ট সমৃদ্ধ করেছে।
সাইফুর আরো জানান, যেহেতু এখন ডিজিটাল মিডিয়ার যুগ, সেহেতু কিভাবে এই মাধ্যমে নিরাপদ ভাবে তথ্য সংগ্রহ করতে হয় এবং ব্যবহার করতে হয় সে বিষয়ে পরিস্কার শিক্ষা দিয়েছে। যা পেশাগত কাজে যথেষ্ট সহায়ক।
বর্তমানে রয়টার্স এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক শহরে অবস্থিত। থমসন রয়টার্সের একটি বিভাগীয় প্রতিষ্ঠান। সারা বিশ্বে ২০০টি স্থানে এর দপ্তর রয়েছে। ২০০৮ সাল পর্যন্ত রয়টার্স সংবাদ সংস্থা স্বাধীন কোম্পানি রয়টারস গ্রুপ পিএলসির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পুঁজি বাজারের তথ্য প্রদান করে। ২০০৮ সালে থমসন করপোরেশন রয়টার্স গ্রুপকে কিনে নেওয়ার পর রয়টার্স সংবাদ সংস্থা থমসন রয়টার্সের অংশ হয় এবং মিডিয়া বিভাগ সৃষ্টি করে। রয়টার্স ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, স্পেনীয়, পর্তুগিজ, রুশ, উর্দু, আরবি, জাপানি, কোরীয় ও চীনা ভাষায় সংবাদ পরিবেশন করে।