দূর্বার তারুণ্যের করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন জেলা শিক্ষা অফিসারের
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, চট্টগ্রাম (১৮ সেপ্টেম্বর ২০২১) : সামাজিক সংগঠন ‘দূর্বার তারুণ্যে’ চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধক বুথ স্থাপনের অংশ হিসেবে গতকাল (শনিবার) চট্টগ্রাম মহানগর হালিশহরস্থ গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এই বুথ স্থাপন করা হয়। এই বুথ থেকে বিনা মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সংগ্রহ করা যাবে। বুথের ভেতরে রয়েছে ব্যবহৃত মাস্ক ফেলার স্থানও। বুথটি খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দূর্বার তারুণ্যের এই বুথ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের শিক্ষা অফিসার এস এম জিয়াউল হায়দার হেনরী। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু আবিদ।
বুথ উদ্বোধনকালে প্রধান অতিথি এস এম জিয়াউল হায়দার হেনরী বলেন, দূর্বার তারুণ্য এই যে তারুণ্যে উদ্দীপ্ত হয়ে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করল তারজন্য প্রথমেই তাদের ধন্যবাদ জানাই। এ বুথে যে পদ্ধতি আমি দেখলাম তা সঠিকভাবে ব্যবহৃত হলে শিক্ষক শিক্ষার্থীদের কল্যান সাধন হবে তা নিশ্চিতভাবে বলা যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ এটি চালানোর ব্যয়ভার গ্রহন করায় তাদের ধন্যবাদ জানান জিয়াউল হায়দার।
সভাপতির সমাপনী বক্তব্যে মুহাম্মদ আবু আবিদ বলেন, দূর্বার তারুণ্য সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করে থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি৷ চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের উদ্ভাবিত করোনা প্রতিরোধক বুথ এখন পুরো বাংলাদেশে রোল মডেল। আমাদের কাছে মনে হয়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অতীব জুরুরি একটি বিষয়। সে কাজের সহায়ক হিসেবে আমরা আজ করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছি।
করোনা বুথ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমাজসেবক মুহাম্মদ আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসীম উদ্দিন, প্রধান শিক্ষক এম এ মঞ্জুর, মুহাম্মদ আবু আদিল, শেখ আরিফ উল্লাহ চৌধুরী, আখতার হোসেন রাফিদ, মো. জিহাদুল ইসলাম, হৃদয় হোসেন মল্লিক, রবিউল হোসান, হযরত আলী মোবারক, কামরুল ইসলাম, রিয়াজুল করিম রিজভী, মারুফ আল হাসান, এ আর তাইমুন, নয়ন শীল প্রমুখ উপস্থিত ছিলেন।