লক্ষ্মীপুর পৌরসভায় নৌকার মনোনয়ন পেলেন মাছুম ভূঁইয়া, শহরে আনন্দ মিছিল
মেহ্দী আজাদ মাসুম, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ অক্টোবর ২০২১) : লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্যাগী ও জনপ্রিয় নেতা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন। গত ২১ অক্টোবর কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন দেওয়া হয়। গতকাল দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি আকারের তা প্রকাশ করা হয়।
এ দিকে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়কে মনোনয়ন দেওয়ায় আনন্দে ভাসছে লক্ষ্মীপুরবাসী। দীর্ঘদিন পর এমন একজন সৎ ও যোগ্য নেতাকে মনোনয়ন দেয়ায় গতকাল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি মিছিল বের করে স্থানীয়রা। সর্বস্তরেরর মানুষ এই মিছিলে সামিল হন। আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়।
এর আগে দক্ষিণ তেমুহনীতে সংক্ষিপ্ত সমাবেশ করেন কর্মী-সমর্থকরা। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নমুখী সরকার। স্থানীয় রাজনীতিকে প্রাধান্য দিয়ে দল জেলা আওয়ামীলীগ নেতা মাছুম ভূঁইয়াকে পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন দেওয়ায় সবাই তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে লড়বেন মাছুম ভূঁইয়া।
কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি সূত্র জানায়, গত বছরের ৫ ডিসেম্বর লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় ভোটাধিকার ও মতামতের ভিত্তিতে প্রার্থীদের প্যানেল প্রস্তুত করে ১০ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়। তবে সেখানে পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আলোচিত-সমালোচিত সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহেরের নাম ছিল না। অভিযোগ রয়েছে, তাহের গত উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে তার মেজো ছেলে এ কে এম সালাহ উদ্দিন টিপুকে প্রার্থী করিয়ে দলের সিদ্ধান্ত অমান্য করেছিলেন। এ ছাড়াও তাহেরসহ তার পুত্রদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। এসব নিয়ে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ক্ষুব্ধ জেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাছুম তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন, আমি তাঁর এই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। নেত্রীর প্রতি আমার বিন¤্র শ্রদ্ধা। আশা করি, আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলীয় কর্মী-সমর্থকবৃন্দ নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবেন। মাছুম ভুঁইয়া তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে লক্ষ্মীপুর পৌরবাসীর প্রতি আহ্বান জানান।
তফসিল অনুযায়ী লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর (মঙ্গলবার)। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৪ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর (বৃহস্পতিবার) এবং ২৮ নভেম্বর (রোববার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।