মোহাম্মাদপুরে ফ্ল্যাট বিক্রয়ের পর দখলের চেষ্টায় হয়রানি, হত্যার হুমকি, মানবেতর জীবন-যাপন করছে কয়েকটি পরিবার

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ মার্চ ২০২২) : রাজধানীর মোহাম্মাদপুরের টিক্কাপাড়া এলাকায় একটি ভবনে ফ্ল্যাট ক্রয়ের পর জমির মালিকের অত্যাচারের মানবেতর জীবন-যাপন করছে বেশিরভাগ পরিবার। নির্ধারিত মূল্যে ফ্ল্যাট বিক্রয়ের পর আবার তা দখলের উদ্দেশ্যে বসবাসকারী নারীদের উত্যক্তকরণ, নানারকম হয়রানি, গ্যাস-পানি ও বিদ্যুৎ সরবরাহে টালবাহানাসহ সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অসহায় পরিবোরগুলো তাদের জীবন রক্ষায় স্থানীয় কাউন্সিলর (ওয়ার্ড-২৯) মোহাম্মাদ সলিমুল্লাহ সলু এবং তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের কাছে আকুতি জানিয়েছেন। জিডিও করেছেন মোহাম্মাদপুর থানায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১১ সালের বিভিন্ন সময়ে মোর্সাস নিজাম বিল্ডার্স এন্ড ডেভোলপার প্রতিষ্ঠান ও জমির মালিক মো. নিজাম উদ্দিনের (বাড়ী- ৫/৮, ব্লক-এফ, জয়েন্ট কোয়াটার, মোহাম্মদপুর, ঢাকা) কাছ থেকে রাজউকের নকশা অনুযায়ী ৬ তলা বিশিষ্ঠ বাড়ী যাহার ঠিকানা- ১৯-১/১৮-২, ব্লক-এফ, রিং রোড, টিক্কাপাড়া, মোহাম্মদপুর, ঢাকা এর ১০৫০ বর্গফুটের ফ্ল্যাটসহ আনুপাতিক হারে জমি সাফ কবলা ক্রয় করেন আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ আবু বকর মিয়া, ডা. মোঃ মিজানুর রহমান টিপু ও এ. কে. এম জহির ফারুকসহ কয়েকজন। ফ্ল্যাট বিক্রয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর জমির মালিক নিজাম উদ্দিন ও তার সন্ত্রাসী পুত্র সাহেদ শিপলু ভয়ভীতি প্রদর্শণ করে জোর-পূর্বক রাজউকের নকশা বহির্ভূতভাবে পার্কিং এরিয়ায় ২টি ব্যবসায়িক অফিস কক্ষ এবং ৭ তলায় ১টি ফ্ল্যাট নির্মান করে বানিজ্যিক কার্যক্রম শুরু করে। এতে করে পার্কিং এরিয়ায় নির্ধরিত ফ্ল্যাট মালিকরা তাদের গাড়ি রাখা নিয়ে সমস্যায় পড়েন। প্ল্যাট মালিকরা জমির মালিকের নকশা বর্হিভূত অবৈধ অফিস কক্ষ ও ফ্ল্যাট নির্মানের তীব্র প্রতিবাদ জানালে এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর পর থেকেই নিজাম উদ্দিন এবং তার সন্ত্রাসী পুত্র সাহেদ শিপলু ফ্ল্যাট মালিকদের গ্যাস, পানি ও বিদ্যুৎ ও পানি সরবরাহ নিয়ে হয়রানি শুরু করে। তারা ফ্ল্যাট মালিকদের উচ্ছেদে সন্ত্রাসী দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে আসছে। বসবাসকারী নারীদেরও করছে উত্যক্ত। শুধু তাই নয়, সাহেদ শিপলু পার্কিং এরিয়ার অফিস কক্ষে সন্ত্রাসীদের নিয়ে প্রায়ই মাদকের আসর বসায়। শিপলু ভবনের বি-২ ফ্ল্যাটের মালিক আনোয়ারুল ইসলামের মৃত্যুর পর থেকে তার ফ্ল্যাটের মুল গেটের সামনে অসৎ উদ্দেশ্যে সি সি ক্যামেরা স্থাপন করেন। এই ফ্ল্যাটের গেট খুললেই ভেতরের শয়ন কক্ষ পর্যন্ত দেখা যায়। এতে পরিবারটির সম্পূর্ণ প্রাইভেসি নষ্ট হয়ে পড়েছে।

অভিযোগে আরো জানা যায়, গত ২৪/০২/২০২২ তারিখে নিজাম উদ্দিনের বড় ছেলে সাহেদ শিপলু সন্ত্রাসী নিয়ে ভবনের দ্বিতীয় তলার পূর্ব পাশের ফ্ল্যাট বি-২ এর মালিক মোহাম্মদ আবু বকরের ফ্ল্যাট এবং পার্কিংয়ে রাখা গাড়ির নিরাপত্তার সার্থে স্থাপন করা সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। এর প্রতিবাদ জানালে তারা ঘটনাস্থলে আবু বকরের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এসময় শিপলু সন্ত্রাসীদের নিয়ে আবু বকরের জীবন নাশেরও হুমকি প্রদান করেন (ভিডিও ক্লিপ সংযুক্ত)।

বিষয়টি জানিয়ে তিনি মোহাম্মাদপুর থানায় সাধারণ ডাইরি (জিডি নং-২০০৮, তাং ২৪/০২/২০২২) করেন। বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালে মন্ত্রী স্থানীয়ভাবে সমাধান করে দেওয়ার জন্য ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে ফোন করেন। এ বিষয়ে কাউন্সিলরের কাছে ফ্ল্যাট মালিকরা অভিযোগ পত্র জমা দিয়েছেন। শিগগিরই দু’পক্ষকে নিয়ে বসে ভবনটিতে বাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে উদ্যোগ নিবেন বলে জানিয়েছেন সলিমুল্লাহ সলু।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ