নারী দিবসে লক্ষ্মীপুরে সাংবাদিকসহ চারজনকে সম্মাননা
প্রতিবেদক (লক্ষ্মীপুর), এবিসিনিউজবিডি (৮ মার্চ ২০২২) : আন্তর্জাতিক নারী দিবসে লক্ষ্মীপুরে সাংবাদিকসহ চারজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। দিবসটি পালনে অনুষ্ঠিত হয়েছে র্যালী ও আলোচনা সভা। এবারে দিবসটির মূল প্রতিপাদ্য ছিলো ‘টেকসই উন্নয়নের জন্য জেন্ডার সমতাই আাজ অগ্রগতি।’
দিবসটি উপলক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভা নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখায় জেলার ৪ জন নারীকে সম্মাননা দেওয়া হয়।
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন, নারী উদ্যোগতায় বিশেষ অবদান রাখায় জান্নাতুন নাঈম, সংগীত ও প্রশিক্ষণে শমরিতা নাগ, এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শাহেলা শারমীনকে সম্মাননা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, ৬ নং ওয়ার্ড কমিশনার আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভুলুসহ অনেকেই।