রমজান উপলক্ষ্যে ‘মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের চট্টগ্রামে ইফতার বিতরণ
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, চট্টগ্রাম (৭ এপ্রিল) : পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন’ চট্টগ্রামে মাসব্যাপী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকালও (৬ এপ্রিল) অসহায় মানুষের পাশাপাশি রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে। এই দিন বিকেলে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে বিশেষ করে নগরীর এনায়েত বাজার মোড় ও বিআরটিসি এলাকায় প্রায় দুই হাজার রোজাদারের হাতে মহিউদ্দীন ফাউন্ডেশনের পক্ষে ইফতার সামগ্রী তুলে দেন যুবলীগের কেন্দ্রীয় সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। চট্টগ্রাম নগরীর বীর মরহুম এবিএম মহিউদ্দীন চৌধুরী তাঁর জীবদ্দশায় রমজান মাসজুড়ে মানুষের পাশে দাড়াতেন, সহায়তার হাত বাড়িয়ে দিতেন। আজ তিনি আমাদের মাঝে নেই। তার সুযোগ্য সন্তান শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় মহিউদ্দীন চৌধুরীর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরাও চেষ্টা করছি পবিত্র মাহে রমজানে সাধারণ মানুষের পাশে দাড়াতে, সহযোগিতা করতে।
ইফতার বিতরণকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর (এনায়েত বাজার) আলহাজ্ব মোহাম্মদ সলিমুল্লাহ বাচ্চু, মহানগর যুবলীগ সদস্য মোহাম্মদ আব্দুল আউয়াল, মহানগর স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মোরশেদুল আলম, মোহাম্মদ জাহেদ, দেলোয়ার হোসেন, হোসাইন আহম্মেদ রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।