কঠিন আন্দোলনের হুঁশিয়ারি খালেদার

Khaleda Zia খালেদা জিয়ারিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহিঃ সংবিধান সংশোধনের মাধ্যমে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহাল করা না হলে ‘কঠিন’ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন খালেদা জিয়া।

নির্দলীয় সরকার দাবির আন্দোলনে জনমত গঠনে উত্তরাঞ্চল সফরের তৃতীয় দিন সোমবার রাজশাহীতে জনসভায় সরকারকে এই হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় নেতা।

বিকালে রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে এক জনসভায় খালেদা জিয়া বলেন, “আমরা বলে দিতে চাই, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।

“সংবিধান কোরআন কিংবা বাইবেল নয়। এখনো সময় আছে, সংবিধান সংশোধনে সংসদে বিল নিয়ে আসুন। সংসদ ভেঙে দেয়ার বিধান সংযোজন করুন। নইলে দেশে কঠিন আন্দোলন হবে।”

দাবি না মানলে ২৫ অক্টোবরের পর ঢাকামুখী কর্মসূচি দেয়ার ইঙ্গিত দেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, “সারাদেশের মানুষ ঢাকার দিকে যেতে সায় দিয়েছে। গতকাল রংপুরের জনসভায় বৃষ্টিতে ভিজেছে, তারা কেউ নড়েনি। আমরা কর্মসূচি দিলে তারাও সাড়া দিতে রাজি হয়েছে। তাই সেই কর্মসূচিতে আপনারা সবাই আসবেন।”

আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে কোনঠাসা করার হুমকি দিয়ে খালেদা জিয়া বলেন, “এখনো জনগণ আপনাদের সম্মান করছে। ক্ষমতা থেকে চলে গেলে আপনাদের পরিণতি যা হবার তা-ই হবে। এমন পরিস্থিতির সৃষ্টি করব, তখন সরকারের পালাবার সব পথ বন্ধ হয়ে যাবে।”

খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, “২০০৭ সালে আপনি বিচারপতি কে এম হাসানকে মেনে নেননি। দলীয় ব্যক্তি হিসেবে আপনাকে আমরা মানব না।”

আওয়ামী লীগ ‘পাতানো’ নির্বাচনের ‘ষড়যন্ত্র’ করছে দাবি করে তা রুখে দিতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ