আসামির স্ত্রীকে হেনস্তা, এসআই প্রত্যাহার

জেলা প্রতিবেদক (সীতাকুন্ড), এবিসিনিউজবিডি (১৮ এপ্রিল ২০২২) : চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে আসামির স্ত্রীকে মারধর, ঘরের আলমারি ভেঙে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগে এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। তাঁর নাম মাহবুব মোরশেদ। তিনি সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।

গতকাল রোববার রাতে মাহবুব মোরশেদকে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম। তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার অপেশাদার আচরণ করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গতকাল বিকেলে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বরাবর ও গত শনিবার চট্টগ্রাম জেলার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছিল। পরে এসআই মাহবুবকে প্রত্যাহার করে চট্টগ্রামের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ওই নারীর স্বামী নুরুল ইসলাম পারিবারিক বিরোধের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

ওই নারী লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, জায়গা সংক্রান্ত বিরোধে পারিবারিক একটি মামলায় তাঁর স্বামী গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গত শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁর স্বামীকে ধরতে এসআই মাহবুব মোরশেদ, তাঁর সোর্স নুরুজ্জামান ও সাদা পোশাকে থাকা দুই পুলিশ সদস্য তাদের বাড়িতে যায়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ