করোনায় স্থগিত হলো এশিয়ান গেমস
মনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ মে ২০২২) : হাংদু শাংহাই শহর থেকে ২০০ কিলোমিটারের দূরত্বে অবস্থিত। শাংহাইয়ে গত কয়েক সপ্তাহে করোনা মহামারি তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। যে কারণে আয়োজকরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন।
করোনাভাইরাস মহামারিতে এবারে স্থগিত করা হলো এশিয়ান গেমস। সেপ্টেম্বরে চীনের শহর হাংদুতে আয়োজন হওয়ার কথা ছিল এশিয়ার সবচেয়ে বড় এ ক্রীড়া আসরের।
গেমসের আয়োজক অলিম্পিস কাউন্সিল অফ এশিয়ার (ওসিই) পক্ষ থেকে ৬ মে (শুক্রবার) দুপুরে এক বিবৃতিতে জানানো হয় আসরের আকার ও মহামারি পরিস্থিতির কথা বিবেচনা করে গেমসের সঙ্গে জড়িত সকল পক্ষের সম্মতিতে পেছানো হচ্ছে এবারের এশিয়ান গেমস। বিবৃতিতে জানানো হয় যে শিগগিরই গেমসের নতুন তারিখ ঘোষণা করা হবে।
হাংদু শাংহাই শহর থেকে ২০০ কিলোমিটারের দূরত্বে অবস্থিত। শাংহাইয়ে গত কয়েক সপ্তাহে করোনা মহামারি তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। যে কারণে আয়োজকরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন।
প্রায় ১০ হাজার অ্যাথলিটের এশিয়ান গেমস ও প্যারা এশিয়ান গেমসে অংশ নেয়ার কথা ছিল। আয়োজক কর্তৃপক্ষ এরই মধ্যে গেমসের জন্য ৫৬টি ভেন্যু প্রস্তুত করেছিল। ১ কোটি ২০ লাখ নাগরিকের শহরটিতে অবকাঠামোগত উন্নয়নও করা হয়েছে ব্যপকভাবে।
শুধু এশিয়ান গেমসই নয়, জুনে চেংদুতে হতে যাওয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসও স্থগিত করা হয়েছে। এ ছাড়া দেশটির শান্তাউ শহরে ডিসেম্বরে হতে যাওয়া ওয়ার্ল্ড ইয়ুথ গেমস বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল।