সংসদ সদস্যপদ বহাল থাকবে হাজী সেলিমের!
তাসনীয়া আজাদ, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ মে ২০২২) : ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় হাজি সেলিম আদালতে আত্মসমর্পন করবেন’ গতকাল দিনভর এ বিষয়টি ছিলো আলোচনায়। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারকের আদেশে তাকে কারাগারে পাঠানোর পর আলোচনা আরো জোড়ালো হয়। ঘুরেফিরে আলোচনায় আসে হাজী সেলিমের সংসদ সদস্য পদের বিষয়টি। ‘কি হবে তার সংসদ সদস্যপদের’ এ প্রশ্নের উত্তর মিলছিলো না কারো কাছেই। হাজী সেলিম ঢাকা-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য।
২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় দুদকের দায়ের করা মামলায় গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিকেলে তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
রাতে এ প্রতিবেদন লেখার সময় এবিসিনিউজবিডি’র কার্যালয়ে অনেক পাঠকরা টেলিফোনে জানতে চান… ‘হাজী সেলিমের সংসদ সদস্যপদ বহাল থাকবে কি-না?’ রাজধানীসহ সারা দেশের মানুষের আলোচনায়ও উঠে আসে এ প্রসঙ্গটি।
বিষয়টি জানার চেষ্টা করা হলে একেক পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যায়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এই প্রতিবেদককে বলেন, ‘যেহেতু হাজী সেলিমের সাজা উচ্চ আদালত বহাল রেখেছেন, তাই সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্যপদ থাকবে না। আমাদের মনে রাখতে হবে তিনি শুধু আসামিই নন, সাজাপ্রাপ্ত আসামি।’
তিনি জানান, সাজা বহালের পূর্ণাঙ্গ রায় দুদকের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পৌঁছে দেওয়া হবে। এরপর স্পিকার হাজী সেলিমের সংসদ সদস্যপদ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সংবিধানের ৬৬ (২)-এর (ঘ) অনুচ্ছেদ উল্লেখ করে তিনি বলেন, আইন অনুযায়ী হাজী সেলিম সংসদ সদস্যপদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তারা (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাজার রায় প্রকাশ হলেও এখনই হাজী সেলিমকে সংসদ সদস্যপদ হারাতে হবে না। কারণ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করলে সেই আপিলের রায়ের পর নির্ধারিত হবে তার সদস্যপদ থাকবে কি না।’
হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা এই প্রতিবেদককে বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছেন সংসদ সদস্য হাজী সেলিম। সময়মতই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।’
সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে- ১. কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদে সদস্য থাকিবার যোগ্য হইবেন না যদি- ‘(ক) কোনো উপযুক্ত আদালত তাকে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করেন। ২. (ঘ) তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন ২ বছরের কারাদন্ডে দন্ডিত হন এবং তাহার মুক্তিলাভের পর ৫ বছর কাল অতিবাহিত না হইয়া থাকে।’