অক্টোবরের প্রথম অর্ধে চট্টগ্রামে পৌছে যাবে গ্রামীনফোনের ৩জি সার্ভিস
নয়ন বড়ুয়া জয়, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ অক্টোবরের প্রথম অর্ধে চট্টগ্রামের গ্রাহকদের কাছে পৌছে যাওয়ার ঘোষণা দিয়েছেন গ্রামীন ফোনের চীফ মার্কেটিং অফিসার অ্যালান বনকে।তবে প্রথম ৩জি এর আওতায় আসবে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকা। এর পর শহরের অন্যান্য এলাকা ক্রমান্বয়ে নেটওয়াকের আওতায় আসবে।
সোমবার দুপুরের নগরীর একটি হোটেলে গ্রামিণফোনের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আরোক্ষক্তব্য রাখেন গ্রামীণফোনের কর্পোরেট অ্যাফেয়াস অফিসার মাহমুদ হোসেন,গ্রামীনফোন হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস তাহমীদ আজিজুল হকসহ অন্যরা। তারা বলেন কোম্পানিটি নিজস্ব কোম্পানির আওতাভূক্ত এশিয়ার সকল মানুষের কাছে ইন্টারনেট পৌছে দেয়ার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে গ্রামীনফোনের বৃহত্তম শেয়ারহোল্ডার টেলিনর গ্র“প।
এদিকে গ্রামীণফোন সম্প্রতি বিটিআরসি আয়োজিত নিলামে ১০ মেগাহার্টজ তরঙ্গ লাভ করে যা নিলামে অংশ নেয় অন্য অপারেটরদের থেকে দ্বিগুন। ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে এই তরঙ্গ প্রতিষ্টানটিকে সারাদেশে বর্ধিত ধারণ ক্ষমতা ও তাৎক্ষনিক ইন্টারনেট ব্যবহারের সুযোগসহ ৩জি নেটওয়ার্ক বিস্তারে সহায়তা করবে।