আগামী বছর হজযাত্রী পরিবহনে আর বিদেশি বিমান ভাড়া করতে হবে না

ctg hajj first flight চট্টগ্রাম হজ্বের প্রথম ফ্লাইটনয়ন বড়ুয়া জয়, এবিসি নিউজ বিডি,চট্টগ্রামঃ বাংলাদেশ বিমান বহরে আরো দুইটি নতুন বোয়িং ৭৭৭ বিমান যুক্ত হচ্ছে ঘোষণা দিয়ে বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানিয়েছেন, আগামী বছর থেকে হজযাত্রী পরিবহনে আর বিদেশি বিমান ভাড়া করতে হবে না। নিজস্ব বিমানেই সব হজযাত্রীকে পরিবহন করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য  করেন। সোমবার চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে হজ ফ্লাইটের  উদ্বোধনী অনুষ্ঠানে বিমান মন্ত্রী এ মন্তব্য করেন। এবার হজ মৌসুমের শুরুতে কাবো এয়ার নিয়ে যাত্রীদের দূর্ভোগ পোহানো নিয়ে দুঃখ প্রকাশ করেন বিমান মন্ত্রী। প্রথম ফ্লাইটে ৪১৪জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছে বোয়িং ৭৭৭।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ