ইউপি চেয়ারম্যানের কোমরে পিস্তলের ছবি ভাইরাল

জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, কুমিল্লা (১৯ ফেব্রুয়ারি ২০২৩) : কুমিল্লায় এক ইউপি চেয়ারম্যানের কোমরে রাখা পিস্তলের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান। তবে ওই ইউপি চেয়ারম্যান দম্ব দেখিয়ে বলেছেন, ‘এটা তার লাইসেন্স করা পিস্তল, তাই তিনি কোমরে রাখতেই পারেন।’

১৮ ফ্রেরুয়ারি সন্ধ্যা থেকে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, দুই জন ব্যক্তির হাত থেকে ফুলেল শুভেচ্ছা নিচ্ছেন চেয়ারম্যান খলিলুর রহমান। এ সময় প্রকাশ্যে চেয়ারম্যানের কোমরের ডানপাশে প্রদর্শন করে রাখা হয়েছে পিস্তল। লাইসেন্স করা হলেও এভাবে অস্ত্র রাখার বিধান আছে কি-না তা নিয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের একজন কর্মকতা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ২৫ নম্বরের ক অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি স্বীয় লাইসেন্স এন্ট্রিকৃত অস্ত্র আত্মরক্ষার নিজে বহন/ব্যবহার করতে পারবেন; তবে অন্যের ভীতি/বিরক্তি উদ্রেক করতে পারে, এরূপভাবে প্রদর্শন করতে পারবেন না।

ওই কর্মকতা আরও বলেন, ভাইরাল হওয়া ছবিটিতে চেয়ারম্যান খলিলুর রহমান যেভাবে তার অস্ত্র প্রদর্শন করেছেন তাতে জনমনে আতংক সৃষ্টি হওয়া স্বাভাবিক।

তবে চেয়ারম্যান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমার এ অস্ত্রের লাইসেন্স আছে। জেলা প্রশাসন থেকে লাইসেন্স পাওয়া অস্ত্র আমার সঙ্গে রাখতে পারব। আপনারা খোঁজ নিয়ে দেখুন।’

রোববার সকালে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ওই চেয়ারম্যান অস্ত্রের লাইসেন্স পাওয়ার পর থানায় এসে এন্টি করেছেন এটা জানি। কোমরে অস্ত্র রাখার বিষয়টি আইনে কি বলা আছে তা দেখব।’

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘ওই চেয়ারম্যানের প্রকাশ্যে কোমরে অস্ত্র রাখার ছবি আমাদের কাছে এসেছে। তদন্ত করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ