খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, তা কোথাও নেই: আইনমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ ফেব্রুয়ারি) : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ-াদেশ স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তার রাজনীতি করা নিয়ে কোনো শর্ত দেওয়া হয়নি। চিকিৎসা করার জন্য তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল। আর তার এখনকার শারীরিক অবস্থা রাজনীতি করার মতো নয়।

২৩ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

খালেদা জিয়ার সাময়িক মুক্তির সঙ্গে রাজনীতি করা না–করা বিষয়ে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্য নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে। তাঁদের মতে, খালেদা জিয়ার নেতৃত্বের বিষয়টি সামনে এনে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাইছে সরকার।

এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘যে দুটি শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছিল, তাতে বলা ছিল ঢাকায় নিজের বাসায় থেকে তিনি চিকিৎসা গ্রহণ করবেন। উক্ত সময়ে তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না। আপনারা যখন প্রশ্ন করেছিলেন রাজনীতি করার বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়েছিল কি না, এ রকম কোনো শর্ত দেওয়া হয় নাই। আমি সত্য কথা বলি। এ জন্য সত্য কথা বলেছি।’

খালেদা জিয়ার রাজনীতিতে যুক্ত হতে আইনগত বাধা আছে কি না, সে প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আপনাদের আমি আইনগত বাধা কোথায় সেটা আগেও বলেছি। উনি নির্বাচন করতে পারবেন না। কারণ, উনি দন্ডিত। (তিনি) রাজনীতি করতে পারবেন না, এ রকম কথা তো কোথাও নাই।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ