ফুলপরীকে সাহসিকতার জন্য কনগ্রাচুলেশন : সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ ফেব্রুয়ারি ২০২৩) : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে নির্যাতনের শিকার ফুলপরী খাতুনকে ফোন করেছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে ঢাকা থেকে মুঠোফোনে ফুলপরীর সঙ্গে কথা বলেন তিনি।
কী কথা হয়েছে জানতে চাইলে ফুলপরী এবিসিনিউজবিডিকে বলেন, ‘তিনি (সাদ্দাম) প্রথমে নিজের পরিচয় দিয়েছেন। এরপর বলেছেন, ‘সাহসিকতার জন্য তোমাকে কনগ্রাচুলেশন। তুমি ন্যায়বিচার পাবে।’ তখন ফুলপরীও বলেছেন, ‘জি ভাই, আমি চাই আমার সঙ্গে যা হয়েছে, তার যেন ন্যায়বিচার পাই।’
ফুলপরী খাতুন আরও বলেন, ‘এ ছাড়া আরেকটু কথা হয়েছে। ক্লাস হচ্ছে কি না জানতে চেয়েছেন তিনি। আমি জানিয়েছি, ক্লাসে যেতে ভয় পাচ্ছি। তখন সাদ্দাম বলেন, ‘হুম, আমি বুঝতে পারছি। তোমার জন্য দোয়া রইল।’ তখন ফুলপরীও বলেন, ‘আপনার জন্যও দোয়া রইল।’
১২ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা তাকে নির্যাতন করেন। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।