হিন্দি সিনেমা আমদানির প্রতিবাদ

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ ফেব্রুয়ারি ২০২৩) : হিন্দি সিনেমার মুক্তি নিয়ে সরগরম ঢাকাই চলচ্চিত্রাঙ্গন। শুরু থেকেই দেশে হিন্দি ভাষার এ সিনেমা মুক্তির বিরোধিতা করে আসছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুসহ বেশ কয়েকজন শিল্পী, নির্মাতা-প্রযোজক।

তারই অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে হিন্দি সিনেমা আমদানির প্রতিবাদে মানববন্ধন করেন বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এবং খিজির হায়াত খানসহ অনেকে।

মানববন্ধনে বিভিন্ন দাবি উত্থাপন করেন তারা। হল মালিকদের বিরুদ্ধে অভিযোগ করে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘হল মালিকেরা হল ব্যবসায়ী। তারা আমাদের সিনেমা নামিয়ে দিয়ে পাঠান চালাতে চায়। পাঠান ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা। আর সেই সিনেমা আমাদের দেশে চলবে কেন? এই সিনেমা যারা আনতে চাচ্ছে তারা রাজাকারের থেকেও খারাপ। এই ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা আমাদের দেশে চলবে না।’

প্রযোজক-শিল্পী সমিতির নেতাদের উদ্দেশ্যে নির্মাতা খিজির হায়াত খান বলেন, ‘কিছুদিন আগে যারা কাফনের কাপড় পরে হিন্দি সিনেমার বিরুদ্ধে ছিলেন, তারাও আজ হিন্দি সিনেমা চালাতে চান। তারা আবার প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির নেতা। আমাদের নেতারা এই মুহূর্তে পিকনিক করেন। এই মুহূর্তে তারা কেন পিকনিক করবেন? তারা কেন আমাদের সঙ্গে নেই?’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই নির্মাতা বলেন, ‘সামনে সিনেমা মুক্তি দেব হল পাই না আর তারা পিকনিক করেন! মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, সিনেমা বানিয়ে আমরা কি দোষ করেছি? দোষ করে থাকলে বলুন, আমরা সিনেমা বানানো বন্ধ করে দেব। আর হলে হিন্দি সিনেমাই চলুক।’

সম্প্রতি বাংলাদেশের এক ভক্ত শাহরুখ খানকে টুইট করে জানতে চান, কবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘পাঠান’। প্রত্যুত্তরে বলিউড বাদশা জানিয়েছেন, শিগগির বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে।

এদিকে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ