সাড়ে চারশ কোটি টাকা আত্মসাতের দায়ে বিপিসির ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নয়ন বড়ুয়া জয়, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ তেল চুরির মাধ্যমে সরকারের চার’শ ৫০ কোটি টাকা আত্মসাতের দায়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বিকালে চট্টগ্রামের বন্দর থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২-এর উপ-সহকারী পরিচালক মো. আলী আকবর খান বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন। আসামিরা হলেন- বিপিসির মহাব্যবস্থাপক (হিসাব) গিয়াস উদ্দিন আনসারী, উপ- মহাব্যবস্থাপক (হিসাব) কাজী শহিদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক (অর্থ) মনিলাল দাস, উপ-ব্যবস্থাপক (অর্থ) জাহাঙ্গীর হোসেন, উচ্চমান সহকারী (অর্থ) নুরুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপক (হিসাব) জাকির হোসেন। বন্দর থানায় দায়ের হওয়া দুদকের প্রতিটি মামলায় বিপিসির ছয়জন কর্মকর্তাকেই আসামি করা হয়েছে।