৫ বছর পর ধর্ষণের রহস্যজনক অভিযোগ!

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ মার্চ ২০২৩) : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে ঘটনার ৫ বছর পর ধর্ষণের অভিযোগ তুলেছেন এক প্রযোজক। ২০১৭ সালে ঘটনাস্থল অস্ট্রেলিয়ায় উল্লেখ করে গত ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তার সাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ। শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগ পত্রে যে নারীকে ধর্ষণের কথা বলা হয়েছে, তা পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

রহমত উল্ল্যাহর অভিযোগ, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান, এরপর তিনি দেশে পালিয়ে আসেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।

শাকিব খানের বিরুদ্ধে সেই ভুক্তভোগী অস্ট্রেলিয়া পুলিশের কাছে একটি লিখিত অভিযোগও করেছিলেন বলে দাবি করেছেন প্রযোজক। সেই অভিযোগে নিজেকে একজন স্বাক্ষী হিসেবে দাবি করেন রহমত উল্ল্যাহ।

শিল্পী সমিতির সভাপতি বরাবর লেখা অভিযোগে রহমত উল্ল্যাহ লিখেছেন, ‘তিনি (শাকিব খান) আমাদের একজন নারী সহপ্রযোজককে কৌশলে ধর্ষণ করেন। নির্যাতিতা নিজেও একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী। এ ব্যাপারে অস্ট্রেলিয়া পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। আমি সেই ফৌজদারি অভিযোগের সাক্ষী ছিলাম। এ ঘটনার পর তিনি ও তার পরিবার সামাজিকভাবে যে গ্লানি এবং কুৎসার শিকার হন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ধর্ষণের বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে তাঁর নিজের ও তাঁর পরিবারের টিকে থাকাটাই অসম্ভব হয়ে পড়ে।’

সেই ঘটনার মধ্যে শাকিব খান কৌশলে অস্ট্রেলিয়া থেকে পালিয়ে বাংলাদেশে আসেন বলে দাবি করেছেন ওই প্রযোজক। ২০১৮ সালে আবারও অস্ট্রেলিয়ায় গেলে শাকিব খানকে পুলিশ গ্রেপ্তারও করেছিল বলে দাবি করেন রহমত উল্ল্যাহ। তাঁর ভাষ্যে, ২০১৮ সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় এলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন। সামাজিক চাপে এবং আরও নিগ্রহের ভয়ে নির্যাতিতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় শাকিব সেই যাত্রায় ছাড়া পেয়ে যান।

অভিযোগে রহমত উল্ল্যাহ লিখেছেন, ‘দুটি ভিন্ন দেশের আদালতে আইনি এখতিয়ারের সীমাবদ্ধতার কারণে ধর্ষণের বিচার হয়তো বিচারিক আদালতে সম্ভব হবে না। অর্থ, স্বপ্ন ও সম্মান—সব হারিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি। আপনি এর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন, এই প্রত্যাশা রইল।’

ধর্ষণ ছাড়াও তার অপেশাদার আচরণের কারণে সিনেমার নির্মাণ ব্যয় বেড়ে গিয়েছিল বলে জানান রহমত উল্ল্যাহ। ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমা পরিচালনা করেছেন পরিচালক আশিকুর রহমান। এতে শাকিবের নায়িকা ছিলেন সিবা আলী খান। এ অভিযোগের বিষয়ে শাকিব খানের সঙ্গে কথা বলার জন্য বেশ কয়েকবার ফোন করা হয় শাকিব খানকে। তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও কোনোরকম সাড়া দেননি তিনি।

যোগাযোগ করা হলে সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, ‘অভিযোগ তো যে কেউ করতে পারেন। আগে আমরা দেখব বিষয়টি কী। যেহেতু শাকিব খান আমাদের সমিতির সদস্য, কাজেই তার বক্তব্য আমরা সবার আগে শুনব। তারপর অভিযোগকারীর সঙ্গে কথা বলব। অভিযোগের ব্যাপারে তদন্ত করে স্পষ্ট হয়ে তবেই আমরা সিদ্ধান্ত নেব, কী করা যায়। তবে এর সবই আমাদের সভাপতি ইলিয়াস কাঞ্চন দেশে আসার পর। তিনি বর্তমানে দেশের বাইরে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ