স্মার্ট বাংলাদেশ-ভিশন, প্রচারের জন্য ডিসিদের চিঠি
আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ মার্চ ২০২৩) : ‘স্মার্ট বাংলাদেশ’ ও ‘ভিশন ২০৪১’ সম্পর্কে দেশের সব পর্যায়ে ব্যাপকভাবে প্রচারের জন্য ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব ডিসিকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিসিদের পাঠানো চিঠিতে বলা হয়, ‘দেশের সব পর্যায়ে ‘স্মার্ট বাংলাদেশ’ ও ‘ভিশন ২০৪১’ সম্পর্কে গৃহীত কর্মপরিকল্পনা ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নিতে হবে। সিদ্ধান্তটি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার জেলাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’