শুরু হলো পবিত্র রমজান মাস

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ মার্চ ২০২৩) : শুরু হলো সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। আজ ২৪ মার্চ পবিত্র রমজান মাসের প্রথম রোজা। রহমত, মাগফিরাত ও মুক্তির বার্তা নিয়ে গতকাল ২৩ মার্চ পশ্চিম আকাশে উদিত হয়েছে ১৪৪৪ হিজরির রমজান মাসের চাঁদ। পবিত্র এই মাসকে স্বাগত জানিয়েছে গোটা মুসলিম উম্মাহ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর দেশের আকাশে চাঁদ দেখার খবর জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, আজ থেকে হিজরি ১৪৪৪ সনের রমজান মাস গণনা শুরু হবে।

পবিত্র রমজান মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। চাঁদ দেখার পর দেশের ধর্মপ্রাণ মুসলমানরা গত রাতে এশার নামাজ শেষে তারাবির নামাজ পড়েন। তারা ভোররাতে সাহরি খেয়ে রোজা রাখা শুরু করেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ