প্রবাসী সাংবাদিকতায় মল্লিকা মুনার পদক লাভ
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ এপ্রিল ২০২৩) : আমেরিকার নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক মল্লিকা মুনা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) কর্তৃক সেরা প্রবাসী সাংবাদিকতার পুরষ্কার লাভ করেছেন। সম্প্রতি রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত ‘ভিসতা এন্ড্রয়েড টিভি ট্রাব মিউজিক অ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে মল্লিকা মুনার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
কুমিল্লার মেয়ে মল্লিকা মুনা মাই টিভির আমেরিকা প্রতিনিধি হিসেবে অত্যান্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। বিশেষ করে ওখানকার বাঙালি কমিটির কল্যাণে সদা নিবেদিত মল্লিকা মুনা নানা প্রয়োজনে বাংলাদেশ থেকে আমেরিকায় ঘুরতে যাওয়া সাংবাদিক সতীর্থদের সহযোগিতায়ও কাজ করেন।
সম্প্রতি দেশে আসা মল্লিকা মুনা ট্রাব কর্তৃক পুরস্কার পেয়ে সানন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি এবিসিনিউজবিডির এই প্রতিবেদককে বলেন, ‘প্রবাসে আমরা যারা দেশের কল্যাণে কাজ করি, দেশের মর্যাদা সমুন্নত রাখার চেষ্টা করি, আমরা কোনো কিছু পাওয়ার আশার করি না। দেশমাতৃকার ভালোবাসার টানেই করি। এরপরও ট্রাবের এধরণের স্বীকৃতি আমাকে সত্যিই আন্দোলিত করেছে। মোট কথা ভালো লেগেছে। পাশাপাশি দায়িত্ববোধও বাড়িয়ে দিয়েছে।’ তিনি ট্রাব এর নেতৃবৃন্দদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল ‘বঙ্গবন্ধু, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ। উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ভিসতা’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লোকমান হোসেন আকাশ, সাংবাদিক নেতা মোল্লা জালাল, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি রাজু আলীম প্রমুখ।