আগেই বলেছিলাম ২০২৩ সালটা আমাদের খুব ভালো যাবে : সাকিব

ক্রীড়া প্রতিবেদক, বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ এপ্রিল ২০২৩) : সাকিব আল হাসান বরাবরই স্পষ্টভাষী। কে কী ভাবলো, সেটা ভাবার চেয়ে তিনি কী ভাবলেন, তাতেই গুরুত্ব দেন বেশি। তাই সাকিবের কথায় অনেক সময় অনেকে রুষ্ট হন, মাতেন সমালোচনায়। কিন্তু সাকিব বদলাননি, তার ধরনটাই যে এমন!

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর সাকিব যেমন অকপটে বলে দিলেন, ‘আমি তো আগেই বলছিলাম ২০২৩ সাল আমাদের খুব ভালো যাবে।’

বিশ্বসেরা অলরাউন্ডার যোগ করেন, ‘যেহেতু গুরুত্বপূর্ণ বছর। বিশ্বকাপ আছে, এশিয়া কাপ আছে। অবশ্যই চাইবো পরের ছয় মাস যেন ভালোভাবে খেলতে পারি। প্রথম ছয় মাসের চার মাস খুব ভালো গেছে। অর্ধেক বছর আমরা ভালো করেছি। আশা করি ভালোই হবে। যেহেতু আমরা বেশিরভাগ ম্যাচ ওয়ানডে খেলবো…আমরা মনে করি এটা এমন এক ফরম্যাট, যেটায় আমরা ভালো দল।’

আইরিশরা মিরপুর টেস্টের তৃতীয় দিন প্রতিরোধ গড়ে তুলেছিল। সারাদিনে মাত্র ৪টি উইকেট ফেলতে পারে বাংলাদেশ। আইরিশরা যোগ করেন ২৫৯ রান।

তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ড এগিয়ে ছিল ১৩১ রানে। হাতে ২ উইকেট। আইরিশ ব্যাটার লরকান টাকার তো দাবি করেছিলেন, বাংলাদেশই বিপদে। তাদের জয়ের ভালো সুযোগ আছে।

কিন্তু চতুর্থ দিনে সেই সুযোগ দেয়নি বাংলাদেশ। আইরিশদের আর মাত্র ৬ রান যোগ করতে দিয়ে দুটি উইকেট তুলে নেন পেসার এবাদত হোসেন। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৮ রানের। ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ