রায় রিভিউয়ের সুযোগ নেই
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুদ্ধাপরাধের দায়ে চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ হওয়ায় এখন জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রশিতে ঝোলা প্রায় নিশ্চিত।
মঙ্গলবার আপিল বিভাগের রায়ের পর সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এখন কাদের মোল্লার সামনে শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার সুযোগ রয়েছে।
রায় পর্যালোচনার কোনো সুযোগ রয়েছে কি না- জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন,. “এটি একটি প্রটেক্টেড ল। ফলে আপিলের রায় হওয়ার পরই আইন প্রক্রিয়া শেষ।”
সে ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে যদি কাদের মোল্লা ক্ষমার আবেদন করেন, তা নাকচ হলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
দণ্ড কার্যকরের বিষয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে সমন্বয়কারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, এর দায়িত্ব কারা কর্তৃপক্ষের।
সরকারের বর্তমান মেয়াদেই যুদ্ধাপরাধীদের বিচার কার্যকরের ব্যাপক জনদাবির মুখে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, বর্তমান মেয়াদেই রায় কার্যকরের বিষয়ে তিনি আশাবাদী।
গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল গ্রহণ করে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আপিল বিভাগ।