হল বাড়লো ‘কিল হিম’ সিনেমার
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ মে ২০২৩) : নিজস্ব প্রযোজনার বাইরে প্রথমবারের মতো কোনো সিনেমায় দেখা যায় অনন্ত জলিলকে। মোহাম্মদ ইকবালের পরিচালনায় অনন্ত-বর্ষা জুটির ‘কিল হিম’ নামের সিনেমাটি এবারের ঈদুল ফিতরে ২৩টি হলে মুক্তি পায়।
দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির হল সংখ্যা দ্বিগুণ হচ্ছে। ৫ মে শুক্রবার থেকে ২০টি হল বেড়ে মোট ৪৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলবে বলে এবিসিনিউজবিডিকে জানিয়েছেন এই ছবির নির্মাতা মোহাম্মদ ইকবাল।
মোহাম্মদ ইকবাল বলেন, ‘কিল হিম’ মুক্তির পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমরা ইচ্ছে করেই কম হলে মুক্তি দিয়েছি। দেশের বড় হলগুলোতে মুক্তি দিয়েছি। দর্শক রিভিউ ভালো হওয়ায় হল মালিকগণ সিনেমাটি নিতে চাচ্ছেন। দ্বিতীয় সপ্তাহে মোট ৪৩টি হলে সিনেমাটি চলবে। সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স- দুই জায়গাতেই ভালো চলবে৷।
‘কিল হিম’ সিনেমায় অনন্ত জলিলকে দেখা যায় কিলার চরিত্রে। এ সিনেমার জন্য মার্শাল আর্ট শিখেছেন তিনি। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। তবে এ সিনেমায় বর্ষাকে নেগেটিভ চরিত্রে দেখা গেছে। এবারই প্রথম এ রকম চরিত্রে অভিনয় করলেন তিনি।
অনন্ত-বর্ষা ছাড়াও অ্যাকশন ঘরানার এ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন মোহাম্মদ ইকবাল।