বছরে ১০০ মিলিয়ন হাঙর নিধন

shark_finningmanyওয়াশিংটন: প্রতি বছর প্রায় ১০০ মিলিয়ন হাঙর মেরে ফেলা হচ্ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে।
চীনাদের মধ্যে হাঙরের ডানার স্যুপের বেশ চাহিদা রয়েছে। চীনারা এ স্যুপকে বেশ বিলাসবহুল দ্রব্য বিবেচনা করে। এ কারণেই প্রচুর পরিমাণে হাঙর প্রতি বছর মেরে ফেলা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনটি মেরিন জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষকদের মতে হাঙর নিধনের প্রকৃত হিসাব পাওয়া বেশ কঠিন কারণ পরিসংখ্যানে প্রাপ্ত তথ্যের মান নিয়ে যথেষ্ট সংশয় থেকে যায়। তাছাড়া অনেক হাঙরের ডানা কেটে আবার সেগুলোকে সাগরে ছেড়ে দেয়া হয়। এ ধরনের ডানাবিহীন হাঙরগুলো গণনায় বিবেচনা করা হয় না।
তবে গবেষকরা অনুমান করছেন, ২০১০ সালে ৬৩ মিলিয়ন থেকে ২৭৩ মিলিয়ন হাঙর নিধন করা হয়েছে।
নিউ ইয়র্কের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডেমিয়ান চ্যাপম্যান বলেন, “নিঃসন্দেহে প্রচুর পরিমাণে হাঙর নিধন হচ্ছে। কিন্তু পরিসংখ্যানের তথ্য খুব নির্ভুল নয়। এক্ষেত্রে সবচেয়ে বিশ্বাসযোগ্য সংখ্যা হচ্ছে ১০০ মিলিয়ন।”
প্রতিবেদনে বলা হয়েছে ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত হাঙর নিধনের পরিমাণ তেমন কমেনি। বরং বিভিন্ন স্থান থেকে হাঙর নিধন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে কয়েক প্রজাতির হাঙর একেবারে বিলুপ্ত হয়ে যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
চ্যাপম্যান বলেন, “যে হারে হাঙর ধরা হচ্ছে, সে হারে তাদের বংশবিস্তার বা পুনরুৎপাদন হচ্ছে না।”
হাঙরের ডানা নিধনের বিষয়টি সীমিত করার লক্ষ্যে আমেরিকা, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়ন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেটা খুব ফলপ্রসূ হয়নি।
রোববার ব্যাংককে ‘কনভেনশন অন দি ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জারড স্পিশিস’ শীর্ষক সভায় বিশ্বের ১৭৮টি দেশের প্রতিনিধিরা একত্রিত হবেন। সেখানে পাঁচটি বিলুপ্তপ্রায় প্রজাতির হাঙর নিধন নিয়ন্ত্রণের বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হবে।
২০১০ সালেও এরকম একটি সভায় বিষয়টি উত্থাপিত হয়েছিল। বিষয়টির পক্ষে ন্যূনতম দুই-তৃতীয়াংশ ভোট না পাওয়ায় সে সময় প্রস্তাবটি গৃহীত হয়নি।
তবে এবার এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বিবিসি

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ