রায়ে সন্তোষ আওয়ামী লীগের

hanifরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উচ্চ আদালতে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার আপিল বিভাগে আপিলের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম হানিফ এবিসি নিউজ বিডিকে বলেন, “কাদের মোল্লা একজন কুখ্যাত রাজাকার ছিল, অনেক স্বাধীনতাকামী মানুষকে সে হত্যা করেছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এই রায় হয়েছে বলে আমরা মনে করি।”

‘এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’ মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা পরিষদের সদস্য মনজুরুল আহসান খান এবিসি নিউজ বিডিকে বলেন, এই রায় দ্রুত কার্যকর হবে বলে জনগণ প্রত্যাশা করে।

“কাদের মোল্লার থেকেও আরো বড় বড় যুদ্ধাপরাধী আছে। তাদের ক্ষেত্রেও একই রায় হবে বলে আমরা আশা করি।”

ব্যক্তির পাশাপাশি যেসব দল একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নেতৃত্ব দিয়েছিল, তাদের বিচারও দ্রুত শুরু করার দাবি জানান সিপিবির সাবেক সভাপতি মনজুর।

রায়ের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবিসি নিউজ বিডিকে বলেন, “ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। আমাদের অনেক দিনের দাবি পূরণ হয়েছে।”

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ